মেসির ওপর চটেছেন ম্যারাডোনা!
সেরা তিনে থাকলেও মেসি বুঝতে পেরেছিলেন ফিফা বর্ষসেরা পুরস্কারটা রোনালদোর হাতেই উঠতে যাচ্ছে। জুরিখের গালা নাইটে আর্জেন্টাইন এই তারকার না থাকার পেছনে এটাও হয়তো ছিল একটা বড় কারণ। শেষ পর্যন্ত সত্যিই মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন রোনালদো। তবে ফিফার অনুষ্ঠানে মেসি না থাকায় বেশ বিরক্তি প্রকাশ করেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
আর্জেন্টাইন এই ফুটবল-ঈশ্বর বলেন, ‘আমি মেসির ওপর হতাশ। টিভিতে দেখে কোনো বিষয়ের ওপর বা কারো সঙ্গে যুদ্ধ করা যায় না।’ কেবল মেসিই নন, অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ থাকায় ফিফার অনুষ্ঠানে আসেননি বার্সেলোনার অপর দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেজ।
কোপা দেল রের শেষ ষোলো পর্বের প্রথম লেগের ম্যাচে বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগের খেলায় তাই জিততেই হবে কাতালানদের। আর এ কারণেই দলের সেরা তিন তারকাকে ছাড়তে চায়নি বার্সা।
তবে এটাকে ভালোভাবে নেননি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি জানি না বার্সেলোনা কেন এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট মিস করল। বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল তাদের। আমার মনে হয়, মেসি আসেনি, তাই বাকিরাও আসেনি।’
বার্সেলোনার ফুটবলারদের অনুপস্থিতিতে ম্যারাডোনার মতো হতাশ হয়েছেন ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কালোর্সও। বার্সার এমন সিদ্ধান্তকে হতাশাব্যঞ্জক বলে আখ্যায়িত করেছেন এই ব্রাজিল গ্রেট। তিনি বলেন, ‘বিশ্বের সেরা একটি ক্লাবের কাছ থেকে এমন আচরণ সত্যিই হতাশাজনক। আমাকে দুঃখিত বলতেই হচ্ছে।’ গালায় মেসির আসা উচিত ছিল মনে মনে করেন কার্লোস, ‘মেসি ও তার সতীর্থরা না আসায় আমি হতাশ। সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তার আসা উচিত ছিল।’