মুশফিককে ঘিরে আশার আলো

ডান হাতের আঙুলের চোটের কারণে মুশফিকুর রহিমকে নিয়ে বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে টেস্ট অধিনায়কের খেলা নিয়ে সংশয়ও দেখা দিয়েছিল। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ আশার বাণী শুনিয়েছেন। ভারতের মুখোমুখি হওয়ার আগেই মুশফিকের সম্পূর্ণ সেরে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘আজ মুশফিক ব্যাটিং প্র্যাকটিস করেছে। দেখে মনে হচ্ছে সে ভালোই বোধ করছে। আশা করি ভারতের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই সে সেরে উঠবে।’
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে রয়েছেন মুশফিক। তিনি জানিয়েছেন, ‘আমাদের জন্য আশার কথা, মুশফিকের আঙুলের ব্যথা দ্রুত সেরে উঠছে। ব্যথা অবশ্য এখনো আছে। আশা করছি ভারতের বিপক্ষে সিরিজের আগেই তিনি সেরে উঠবেন।’
বিসিবির ফিজিও ডা. দেবাশীষ চৌধুরীর কণ্ঠেও মুশফিককে নিয়ে আশার সুর, ‘মুশফিককে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখলাম। আশা করছি কয়েক দিনের মধ্যে সে পুরোপুরি সেরে উঠবে। তার হাতের ব্যথা দ্রুত কমে যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ।’
শুধু মুশফিক নন, ওপেনার তামিম ইকবাল, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার রুবেল হোসেনও চোট কাটিয়ে সেরে ওঠার পথে।
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।