গুচকে ছাড়িয়ে ইংল্যান্ড-সেরা কুক

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান গ্রাহাম গুচের কাছ থেকে অনেক কিছু শিখেছেন অ্যালেস্টার কুক। ইংলিশ কাউন্টি দল এসেক্স ও ইংল্যান্ড জাতীয় দলে দীর্ঘদিন কুক ছিলেন গুচের শিষ্য। ব্যাটিংয়ের অনেক কলাকৌশল শিখেছেন গুচের কাছ থেকে। সেসব কাজে লাগিয়ে ‘গুরু’কে ছাড়িয়ে গেছেন কুক। গুচকে পেছনে ফেলে তিনি এখন টেস্টে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।
১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ২০ বছরের ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলে আট হাজার ৯০০ রান করেছিলেন গুচ। কুক সেই রান ছাড়িয়ে গেছেন নিজের ১১৪তম টেস্টে। হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রান করে পেছনে ফেলে দিয়েছেন গুচকে। আপাতত ২৭টি শতক ও ৪১টি অর্ধশতকসহ কুকের সংগ্রহ আট হাজার ৯৪৪ রান। আর ৬৬ রান করলেই ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এই কীর্তি গড়তে পেরে আনন্দে আপ্লুত কুক। গুচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘এখনো গুচির (গ্রাহাম গুচ) কাছ থেকে কোনো অভিনন্দন পাইনি। তবে আমি নিশ্চিত, তিনি এসেক্সের কোথাও বসে রেড ওয়াইন পান করছেন। তাঁর কাছ থেকে সাহায্য না পেলে আমি এই জায়গায় আসতে পারতাম না।’