এভাবেও গোল মিস হয়!
ইউটিউবে সার্চ দিলে গোল মিসের অনেক ভিডিও দেখা যায়। এর অনেকগুলো অনেককেই লজ্জায় ফেলে দেয়। আনমনেই আমরা বলে উঠি, এত সহজ গোলটা কেউ মিস করে? এবার সার্বিয়ার চতুর্থ বিভাগ ফুটবলে এমনই একটি গোল মিস করেছেন এক ফুটবলার, যা সম্ভবত গোল মিসের আগের সব ঘটনাকেই পেছনে ফেলে দেবে। ব্যাপারটি নিশ্চিতভাবে লজ্জায় ফেলে দিয়েছেন খুব বাজেভাবে গোল মিস করা ফুটবলারকেও।
সার্বিয়ান ফুটবল পিরামিডের বেলগ্রেড জোনের চতুর্থ পর্বের ম্যাচে অদ্ভুত এক গোল মিস করে বসেন এক মিডফিল্ডার। খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের বেশ কয়েকজন ফুটবলারকে কাটিয়ে ডি বক্সের ভেতর ঢুকে যান এই মিডফিল্ডার। শেষমেশ গোলরক্ষককেও পরাস্ত করে বলসহ চলে আসেন একেবারে গোলমুখে। তাঁর কয়েক গজ আশপাশেও তখন কেউ নেই।
কিন্তু সবার চোখ কপালে তুলে দিয়ে গোল লাইন থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়েও গোল করতে পারলেন না সেই ফুটবলার। বলে জোরে শট নিতেই বল চলে যায় গোলবারের ওপর দিয়ে। ইউটিউব ও বিভিন্ন সাইটে আলোচনা চলছে এটিই কি ফুটবল বিশ্বের সবচেয়ে জঘন্য গোল মিস?
দেখুন সেই অবিশ্বাস্যভাবে গোল মিস করার দৃশ্যটি