বৃষ্টির বাধায় হেডিংলি টেস্ট

বেশ ভালোই জমে উঠেছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিন্তু হেডিংলির জমজমাট এই টেস্টের রোমাঞ্চ অনেকটাই নষ্ট হচ্ছে বৃষ্টির বাধায়। চতুর্থ দিনে খেলা হয়েছে মাত্র ২৯ ওভার। জয়ের জন্য ৪৫৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৪৪ রান।
৬ উইকেটে ৩৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করার পর ঝড়ো ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং আউট হয়েছেন ১২০ রান করে। শেষ পর্যায়ে দ্রুতগতির ব্যাটিং করে ২৪ বলে ৪০ রান করেছেন টিম সাউদি। মার্ক ক্রেইগ অপরাজিত ছিলেন ৫৮ রান করে।
৪৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৪৪ রান জমা করে অপরাজিত আছেন দুই ওপেনার অ্যাডাম লিথ (২৪*) ও অ্যালেস্টার কুক (১৮*)।