বাংলাদেশ-ভারত সিরিজের স্পন্সর ‘জা এন জি’

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ‘জা এন জি’ আইসক্রিম। একটি টেস্ট ও তিনটি ওয়ানডের পুরো সিরিজেরই স্পন্সরের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
তবে এ সিরিজের জন্য প্রতিষ্ঠানটি কত টাকা দেবে, তা প্রকাশ করেনি বিসিবি। ‘জা এন জি’ কাজী ফুড ইন্ডাস্ট্রিজের একটি পণ্য।
বাংলাদেশ-ভারত সিরিজের স্পন্সর হতে পেরে দারুণ খুশি কাজী ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছি আমরা। বাংলাদেশ-ভারতের মতো গুরুত্বপূর্ণ সিরিজে টাইটেল স্পন্সর হতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারব।’
নিজামউদ্দিন চৌধুরীও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এ সিরিজে আমাদের পাশে দাঁড়ানোর জন্য কাজী ফুড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের কাছ থেকে সব সময় এমন আন্তরিক সহযোগিতা কামনা করি।’
বাংলাদেশ-ভারত সিরিজের কো-স্পন্সর রবি। সংবাদ সম্মেলনে এই মোবাইল ফোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘বিসিবি ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে কো-স্পন্সর হওয়ার সুযোগ দেওয়ায় আমরা খুব খুশি। জাতীয় দলের খেলোয়াড়দের জার্সি স্পন্সর করার পাশাপাশি এবার সিরিজেরও স্পন্সর করতে পারছি আমরা।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের পরিচালক জাহিদ হাসান ও রবির ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশন খন্দকার আশরাফুল হক।