ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো আটে বাংলাদেশ

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে গেছে পাকিস্তান। জিম্বাবুয়েকে প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে (শেষটি বৃষ্টিতে পরিত্যক্ত) সিরিজ জিতে নিলেও আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের উন্নতি হয়নি। ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পেছনে রেখে আট নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই রেটিং ৮৮। তবে পয়েন্টের হিসাবে সামান্য এগিয়ে থাকায় ক্যারিবীয়দের অবস্থান সপ্তম। নবম স্থানে থাকা পাকিস্তানের রেটিং ৮৭।
এখনো অষ্টম স্থান ধরে রাখায় ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। স্বাগতিক হওয়ার সুবাদে ওয়ানডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে সরাসরি খেলবে ইংল্যান্ড। বাকি সাত দল বেছে নেওয়া হবে র্যাঙ্কিংয়ের সেরা সাতটি দল থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল (ইংল্যান্ড বাদে) অংশ নিতে পারবে চ্যাম্পিয়নস ট্রফিতে।
আর তাই জুন-জুলাইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো ওয়ানডে সিরিজ মাশরাফির দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তেমনি জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের গুরুত্বও পাকিস্তানের জন্য অপরিসীম।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক থেকে ছয় নম্বর স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।