রিয়ালকে টপকে সবচেয়ে ধনী ক্লাব ম্যানইউ
আয়ের দিক থেকে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে টপকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ১১ বছর ধরে এ তালিকায় প্রথম স্থানে ছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্রিটেনের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ‘দেলত্তে’ প্রতিবছর ফুটবল ক্লাবগুলোর আর্থিক আয় নিয়ে একটি তালিকা প্রকাশ করে। ২০১৫-১৬ মৌসুমে ৬৮৯ মিলিয়ন ইউরো আয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি টাকায় যা প্রায় ছয় হাজার কোটি টাকা। ৬২০.২ মিলিয়ন ইউরো (প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা) নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৬২০.১ মিলিয়ন ইউরো নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
২০০৪-০৫ মৌসুম থেকে টানা ১১ মৌসুম সবচেয়ে ধনী ক্লাবের খেতাবটা ছিল রিয়ালের দখলে। এর আগে ১৯৯৮ সালের পর টানা পাঁচবার সবচেয়ে ধনী দল ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ১১ বছর পর আয়ের দিক থেকে আবার শীর্ষে উঠল রেড ডেভিলরা। এ বছর রিয়াল-বার্সেলোনার আয় বাড়লেও ম্যানইউর আয় বেড়েছে প্রায় কয়েকগুণ। তালিকার চারে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের আয় ৫৯২ মিলিয়ন ইউরো। এই প্রথম আয়ের দিক থেকে শীর্ষ পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ৫২৪.৯ মিলিয়ন ইউরো আয় করেছে ইতিহাদের দলটি।
পরের নামগুলো হলো প্যারিস সেন্ট জার্মেইন (৫২০.৯), আর্সেনাল (৪৬৮.৫), চেলসি (৪৪৭.৪), লিভারপুল (৪০৩.৮) ও জুভেন্টাস (৩৪১.১)।