ফারুকের চোখে টেস্ট ড্রয়ের স্বপ্ন

ওয়ানডেতে ভালো হলেও টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই উদ্বেগজনক। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ভালো খেলে ড্র করলেও দ্বিতীয় ও শেষ টেস্টে হেরে যাওয়ায় উদ্বেগটা আরো বেড়ে গেছে। ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে একটাই টেস্ট খেলবে বাংলাদেশ। প্রধান নির্বাচক ফারুক আহমেদের আশা, ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হতে যাওয়া এই টেস্টে ভালো খেলেই স্বাগতিকরা ড্র করতে পারবে।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে টেস্ট দল ঘোষণার পর ফারুক বলেন, ‘প্রথমত আমাদের লক্ষ্য ভালো খেলা। আশা করি একমাত্র টেস্টে আমরা ড্র করতে পারব। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করাই হবে বিশাল সাফল্য।’
মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে বলেও মনে করেন প্রধান নির্বাচক, ‘এটা ঠিক যে শক্তিতে ভারত আমাদের চেয়ে অনেকখানি এগিয়ে। তবে তাদের সঙ্গে ড্র করার সামর্থ্য বাংলাদেশ দলের আছে।’
ভারতের বিপক্ষে এর আগে সাতটি টেস্ট খেলে ছয়টিতেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শুধু ২০০৭ সালে চট্টগ্রামে ড্র করতে পেরেছিল। তবে ফারুকের দৃঢ় বিশ্বাস, এবার মুশফিকের দল ভালো খেলবে, ‘এই সিরিজকে সামনে রেখে অনুশীলনে খেলোয়াড়রা কঠিন পরিশ্রম করছে। তাদের মধ্যে ভালো করার তাড়না দেখছি। আমি আশাবাদী, ছেলেরা ভালো করবেই।’