নেইমারকে ছাড়াই ব্রাজিলের জয়
শুরু হয়ে গেছে লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার প্রস্তুতি। নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে আটবারের শিরোপাজয়ী ব্রাজিল এক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল মেক্সিকোর বিপক্ষে। ঘরের মাঠের এই ম্যাচে ব্রাজিল খেলেছে সেরা তারকা নেইমারকে ছাড়া। তবে তাতে কোনো সমস্যা হয়নি সেলেসাওদের, বার্সেলোনা তারকাকে ছাড়াই তারা জিতেছে ২-০ গোলে। ২০১৪ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর লুইস ফেলিপে স্কলারির স্থলাভিষিক্ত দুঙ্গার অধীনে এটা ব্রাজিলের টানা নবম জয়।
সাও পাওলোর আলিয়াঞ্জ পার্কে ২৮ মিনিটে স্বাগতিক দলকে এগিয়ে দেন ফিলিপ্পে কোচিনিয়ো। ব্রাজিলের হয়ে এটাই কোচিনিয়োর প্রথম গোল। নয় মিনিট পর দিয়েগো তারদেল্লির লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি নেইমার। ফাইনালে বার্সার ৩-১ গোলের জয়ে নেইমারের গোল ছিল একটি। মেক্সিকোর বিপক্ষে তাঁর অভাব দলকে বুঝতে দেননি তারদেল্লি, কোচিনিয়ো, উইলিয়ানরা। ম্যাচ শেষে কোচ দুঙ্গা বলেছেন, ‘আমরা জানতাম যে নেইমারকে ছাড়াই আমাদের খেলতে হবে। এটা সব খেলোয়াড়কে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিয়েছে। নিঃসন্দেহে বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’
আগামী ১১ জুন থেকে (বাংলাদেশ সময় ১২ জুন ভোর) শুরু হবে কোপা আমেরিকা। ১৪ জুন ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ পেরু।