ফতুল্লা টেস্টে বৃষ্টির চোখরাঙানি

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ ঢাকা পর্যন্ত চলে এসেছে। তার প্রভাবে আগামী কয়েকদিন ঢাকা ও তার আশপাশের এলাকায় হালকা ও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টের সামনে তাই বিরূপ আবহাওয়ার চোখরাঙানি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন-চারদিন বৃষ্টি হতে পারে।
urgentPhoto
বুধবার ফতুল্লা টেস্টের প্রথম দিনে ২৩.৩ ওভার খেলা হওয়ার পর শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বৃষ্টি থামতে-থামতে প্রায় দুটো বেজে যায়। বেলা সাড়ে ৩টায় আবার শুরু হলেও সারা দিনে বড় জোর ৬১ ওভার খেলা হতে পারবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হক এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘আগামী তিন-চারদিন ঢাকা ও তার আশপাশের এলাকায় হালকা ও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এর প্রভাব ফতুল্লায়ও পড়তে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতি ও শনিবার।’
বৃহস্পতিবার ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। শুক্রবার কিছুটা কম হতে পারে বৃষ্টি, ৮ থেকে ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবারে ২০ থেকে ৩০ মিলিমিটার। রোববারও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সেদিন কিছুটা কম হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেদিনই ফতুল্লা টেস্টের শেষ দিন।
জুন-জুলাই মাস বাংলাদেশে বৃষ্টির মৌসুম। এই সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে তাই প্রশ্ন উঠছে ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য জানিয়েছে, আইসিসির সূচি অনুযায়ীই এই সিরিজের আয়োজন করা হয়েছে।