তবু জয়ের স্বপ্ন দেখছেন হাথুরুসিংহে

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ২৩৯ রান, কোনো উইকেট না হারিয়ে। ফতুল্লা টেস্টে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে অতিথিরা। তারপরও জয়ের কথা ভাবছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এখনো স্বাগতিকদের জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
বুধবার ফতুল্লা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘মাত্র একদিন পার হয়েছে। এখনো হাতে চারদিন বাকি। এর মধ্যে অনেক কিছুই হতে পারে। এখনো এই টেস্টে আমাদের জয় পাওয়া সম্ভব। সেই সম্ভাবনা যথেষ্ট আছে। কাল যত দ্রুত সম্ভব ভারতকে অলআউট করতে হবে। তারপর আমাদের ব্যাটসম্যানদের ভালো ব্যাট করতে হবে। তাহলেই আমাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।’
বাংলাদেশ দলে একজন মাত্র পেসার নেওয়ায় একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে হাথুরুসিংহের বক্তব্য, ‘আমি এখনো মনে করি একাদশ নির্বাচনে ভুল ছিল না। কন্ডিশন বিবেচনা করেই একজন পেসার নেওয়া হয়েছে। তা ছাড়া রুবেল হোসেন শতভাগ ফিট নয়। তাই তাকে একাদশে রাখা হয়নি। আমি শুধু বলতে চাই একাদশ নির্বাচন সঠিক ছিল নাকি ভুল, তা সময়ই বলে দেবে।’
একজন ‘আনফিট’ বোলারকে কেন ১৪ জনের দলে নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের কোচ বলেন, ‘টেস্ট ক্রিকেটে বোলিং করার মতো ফিট নয় রুবেল। তাই তাকে একাদশে রাখা হয়নি। সামনে তিনটি ওয়ানডে রয়েছে। ঐ সিরিজের কথা ভেবে তাকে ফতুল্লা টেস্টের একাদশে রাখা হয়নি।’ ফতুল্লার উইকেট সম্পর্কে আগের দিন তিনি বলেছিলেন, ‘এমন উইকেট আমি কখনো দেখিনি।’ বুধবার আবারও উইকেট নিয়ে প্রশ্ন রাখা হলো হাথুরুসিংহের কাছে। উত্তরে তিনি বললেন, ‘উইকেট নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। দুই-একদিন পার হলেই বোঝা যাবে এই উইকেট কেমন আচরণ করতে পারে।’
প্রায় এক বছর ধরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে রয়েছেন হাথুরুসিংহে। তাঁর অধীনে বাংলাদেশ দল কতটা উন্নতি করেছে? জবাবটা আত্মবিশ্বাসের সঙ্গেই দিলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান, ‘গত এক বছরে বাংলাদেশ দল কতটা উন্নতি করেছে তা রেজাল্ট দেখলেই বোঝা যাবে। আমি তো মনে করি বাংলাদেশ অনেক এগিয়েছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।’