খুশি হলেও অশ্বিন সতর্ক

শিখর ধাওয়ান ১৫০ রানে অপরাজিত, আর শতকে পৌঁছাতে মুরালি বিজয়ের চাই ১১ রান। দুই ওপেনারের দৃঢ়তায় ফতুল্লা টেস্টে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ভারত। অতিথিদের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য তাতে একটুও আত্মপ্রসাদে ভুগছেন না।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, ‘প্রথম ইনিংসে ৪০০ নাকি ৫০০ রান হবে তা এখনই বলা মুশকিল। কাল কি হবে তা নিয়ে এখনই ভাবতে চাই না। আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে।'
দুই উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান আর বিজয়ের প্রশংসায় অবশ্য কার্পণ্য করেননি অশ্বিন, ‘ধাওয়ান আর বিজয় খুবই ভালো খেলছে। এমন ব্যাটিংই তাদের কাছ থেকে আশা করি আমরা। উদ্বোধনী জুটি মজবুত ভিত গড়তে পারলে সংগ্রহও বড় করা সম্ভব হয়। আসলে শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়।’
বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় তা ভারতের ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্নের জবাবে অশ্বিন বলেন, ‘আবহাওয়ার ওপরে কারো হাত নেই। এটা খেলারই একটা অংশ। এমনটা হতেই পারে। এই সব প্রতিবন্ধকতা দূরে ঠেলেই আমাদের এগিয়ে যেতে হবে।'
এমনিতেই বৃষ্টি, তার ওপরে মাঠে দর্শক নেই। অশ্বিন অবশ্য খাঁখাঁ গ্যালারি দেখে বিস্মিত নন, ‘দর্শকদের উপস্থিতি কম দেখে আমি তেমন অবাক হইনি। এটা হতেই পারে। এ নিয়ে মন্তব্য করারও কিছু নেই।’