মাঠেও যেতে পারলেন না কোহলি-মুশফিকরা

প্রথম দিন তবুও খেলা হয়েছিল ৫৬ ওভার। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠেই গড়াল না। এমনকি বৃষ্টির প্রতাপ দেখে ক্রিকেটাররাও মাঠে যাননি। সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কবলে পড়ে হোটেলেই কাটিয়েছেন কোহলি-মুশফিকরা।
সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি দ্বিতীয় দিনের খেলা। দুপুর সোয়া ১টার দিকে মাঠ পরিদর্শন শেষে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আবারো বৃষ্টির বাধার মুখে না পড়লে আগামীকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হবে আধঘণ্টা আগে।
প্রথম দিনে ২৩.৩ ওভার খেলা হওয়ার পর শুরু হয়েছিল বৃষ্টি। প্রায় চার ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার অবশ্য শুরু হয়েছিল ব্যাট-বলের লড়াই। সব মিলিয়ে প্রথম দিনে মাঠে গড়িয়েছে ৫৬ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের ভালো ব্যাটিংয়ের সুবাদে শক্ত অবস্থান গড়ে নিয়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ফেলেছে ২৩৯ রান।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করে ১৫০ রান নিয়ে অপরাজিত আছেন ধাওয়ান। বিজয়ও এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দিকে। প্রথম দিন শেষে অপরাজিত আছেন ৮৯ রান নিয়ে।