যেখানে সবার চেয়ে এগিয়ে রোনালদো
এবারের মৌসুমটা ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজে ভালো নৈপুণ্য দেখালেও রিয়াল মাদ্রিদের হয়ে জিততে পারেননি কোনো শিরোপা। কিন্তু তাতে জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি পর্তুগিজ ফরোয়ার্ডের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ফেসবুকে ১০ কোটি অনুসারী পেয়েছিলেন রোনালদো। এখন তাঁর অনুসারী ১০ কোটি ৩০ লাখ। যা অন্য যে কারো চেয়ে ঢের বেশি। ফেসবুকে প্রতি এক সেকেন্ডে একজন অনুসারী হয় রোনালদোর। ফেসবুকে এখন পর্যন্ত তাঁর সবচেয়ে জনপ্রিয় ছবিটিতে ‘লাইক’ দিয়েছে ৪৩ লাখ রোনালদো ভক্ত। যে ছবিতে দেখা যাচ্ছে তাঁর ছেলে উদযাপন করছে শিশু দিবস।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দিক দিয়ে রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন মেসি ও নেইমার। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারী ১৫.৮ কোটি। যা মেসি বা নেইমারের চেয়ে ৬.৫ কোটি বেশি।
টানা দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার অর্থপ্রাপ্তির দিক দিয়েও সবাইকে ছাড়িয়ে গেছেন। বেতন-বোনাস মিলিয়ে রিয়াল মাদ্রিদে তিনি প্রতি বছর উপার্জন করেন পাঁচ কোটি ডলার। এ ছাড়া নানাবিধ বিজ্ঞাপন ও স্পন্সরশিপ চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করেন সবচেয়ে ধনী এই ফুটবলার।