তৃতীয় দিনেও বৃষ্টির যন্ত্রণা

ফতুল্লা টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি বৃষ্টির লুকোচুরি খেলাও চলছে পুরোদমে। তৃতীয় দিনও বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়েছে একাধিকবার। তৃতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। শুক্রবার খেলা হয়েছে ৪৭ ওভার।
বৃষ্টির ‘লুকোচুরি’র মধ্যেও বাংলাদেশকে নিয়মিত বিরতিতে সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। দিনের শুরুতেই হেনেছিলেন জোড়া আঘাত। টানা দুই ওভারে সাজঘরে ফিরিয়েছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে। দিনের দ্বাদশ ওভারে ধাওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সাকিব। দেশের মাটিতে এটাই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের শততম উইকেট। ১৯৫ বলে ১৭৩ রান করা ধাওয়ানের চমৎকার ইনিংসটা সাজানো ২৩টি চারে। নিজের পরের ওভারে রোহিত শর্মাকেও বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন সাকিব। মাত্র ৬ রান করে ফিরে গেছেন রোহিত। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কোহলিও। ভারত অধিনায়ক দুটি চার মেরে ১৪ রান করে বোল্ড হয়ে গেছেন জুবায়েরের লেগস্পিনের ফাঁদে পড়ে।
দ্বিতীয় দিনে অনেকটা সময় উইকেটে ছিলেন মুরালি বিজয়। করে ফেলেছিলেন ১৫০ রান। কিন্তু তাঁকে সেখানেই থামিয়ে দিয়েছেন সাকিব। বিজয়কে এলবিডব্লিউ করার পর শতকের পথে এগিয়ে যাওয়া অজিঙ্কা রাহানেকেও হতাশ করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। মাত্র ২ রানের জন্য শতক পাননি রাহানে। বোল্ড হয়ে গেছেন ৯৮ রান করে। তার ঠিক আগের ওভারে ঋদ্ধিমান সাহাকেও বোল্ড করেছিলেন জুবায়ের। তৃতীয় দিন পর্যন্ত ১০৫ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন সাকিব। দুটি উইকেট গেছে জুবায়েরের ঝুলিতে।
তবে ফতুল্লা টেস্টে সবকিছু ছাপিয়ে বৃষ্টিই আছে আলোচনার কেন্দ্রে। তৃতীয় দিনে বৃষ্টি হানা দেওয়ায় মধ্যাহ্নবিরতির পর খেলা ঘণ্টাখানেক বন্ধ ছিল। দুপুর পৌনে ২টার দিকে শুরু হলেও চার ওভার এক বল পর বৃষ্টি এসে আবার থামিয়ে দিয়েছিল খেলা। পরে আরেক দফা বৃষ্টি পুরোপুরিই বন্ধ করে দিয়েছে তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিন তো একটিও বল মাঠে গড়াতে পারেনি। আর বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার।