জুবায়েরের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর আরো দুটো টেস্ট খেললেও ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি জুবায়ের হোসেন। এই লেগস্পিনারের বিরুদ্ধে ‘অভিযোগ’, তাঁর বোলিং নাকি তেমন কার্যকর নয়। তবে সাকিব আল হাসান এ কথা মানতে নারাজ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মতে, জুবায়ের বাংলাদেশের ক্রিকেটের এক ‘সম্পদ’। তাঁকে ঘরোয়া ক্রিকেটে আরো বেশি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাকিব।
urgentPhoto
শুক্রবার ফতুল্লা টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে দুই উইকেট নিয়েছেন জুবায়ের। এর মধ্যে প্রথমটি তিনি পেয়েছেন দুর্দান্ত গুগলিতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বোল্ড করে। কাছ থেকে জুবায়েরের বোলিং দেখে সাকিব উচ্ছ্বসিত, ‘জুবায়েরের মধ্যে দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে ভবিষ্যতে জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ পেলে দেশের জন্য বিরাট সম্পদে পরিণত হবে। আমার তো মনে হয় অনেক দিন খেলতে পারলে সে ৩০০-৪০০ উইকেটও নিতে পারবে। তার সেই সামর্থ্য আছে বলেই আমার বিশ্বাস।’
স্থানীয় কোচরা জুবায়েরকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ না দেওয়ায় সাকিব বেশ ক্ষুব্ধ, ‘নেটে অনেককেই শচীন টেন্ডুলকার মনে হয়। কিন্তু ম্যাচে একজন খেলোয়াড় কতটা ভালো করতে পারল সেটাই বড় ব্যাপার। শুনেছি নেটে বোলিং খুব একটা কার্যকর নয় এই অজুহাতে ঘরোয়া ক্রিকেটে জুবায়েরকে তেমন সুযোগ দেওয়া হয় না। এটা ঠিক নয়। ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারলে তো সে জাতীয় দলের হয়ে ভালো করতে পারবে না।’
বরং জুবায়েরকে যত বেশি সম্ভব খেলানোর পক্ষে সাকিব, ‘তার বয়স অনেক কম। ভবিষ্যতের কথা ভেবে তাকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত। এভাবে ভুল ধারণার শিকার হলে একজন ক্রিকেটারের পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়।’