স্মিথের এক রানের আক্ষেপ

গত ডিসেম্বরে মেলবোর্নে ভারতের বিপক্ষে দ্বিশতকের কাছাকাছি চলে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু মাত্র আট রানের জন্য বঞ্চিত হয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক থেকে। এবার আক্ষেপটা নিশ্চয়ই আরো বেড়ে গেছে অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যানের। এবার মাত্র এক রানের জন্য ২০০ রানের ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারেননি স্মিথ। তবে তাঁর দল দ্বিতীয় ও শেষ টেস্টে যথারীতি চালকের আসনে। প্রথম ইনিংসে ৩৯৯ রান করা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে রীতিমতো কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ক্যারিবীয়দের সামনে ফলোঅনের চোখরাঙানি। ফলোঅন এড়াতে আরো ২৫৬ রান করতে হবে স্বাগতিক দলকে।
চার উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলীয়দের ৪০০ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব স্মিথের। নবম শতককে প্রথম দ্বিশতকের পথে নিয়ে যেতে-যেতে হোঁচট খাওয়া স্মিথকে ফিরিয়েছেন জেরম টেলর, এলবিডব্লুর ফাঁদে ফেলে। ৩৬১ বলে খেলা ১৯৯ রানের আক্ষেপজাগানো ইনিংসটিতে চার ২১টি ও ছক্কা দুটি।
টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং করে ৪৭ রানে ছয় উইকেট নিয়েছেন টেলর। টেস্টে এই ডানহাতি পেসারের এটা চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার।
জবাবে ব্যাট করতে নেমে ডানহাতি পেসার জশ হেজেলউড ও অফস্পিনার নেইথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে ভীষণ বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। সতীর্থদের ব্যর্থতার মাঝে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন জার্মেইন ব্ল্যাকউড। কিন্তু ৫১ রান করে হেজেলউডের বলে মিডঅফে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে।
ডোমিনিকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ৯ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।