ওয়ানডে দলে লিটন-মুস্তাফিজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে শনিবার। ১৪ সদস্যের দলে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চোটের কারণে টেস্টের মতো ওয়ানডে দলেও মাহমুদউল্লাহকে রাখা হয়নি।
urgentPhoto
ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে লিটন আর মুস্তাফিজ নবাগত নন। ফতুল্লায় চলমান টেস্টে মুশফিকুর রহিমের জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব পালন করছেন লিটন। আর মুস্তাফিজ গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেছিলেন।
এই দলে জায়গা পাননি বাঁহাতি পেসার আবুল হাসান। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দলে না থাকলেও ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার রনি তালুকদার।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।