কোহলিদের কোচ হচ্ছেন দ্রাবিড়?

২০১৬ সালের জুনে অনেক ঘটা করে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অনিল কুম্বলেকে। তবে এক বছর যেতে না যেতেই আবার কোচ বদলের গুঞ্জন উঠেছে ভারতের ক্রিকেট অঙ্গনে। আর কোহলি-ধোনিদের নতুন কোচ হিসেবে নাকি দেখা যেতে পারে কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে।
গত বছর কুম্বলের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিটা ছিল মাত্র এক বছরের। গুঞ্জন সত্যি হলে সেই চুক্তির মেয়াদ হয়তো আর বাড়বে না। ভারতের নতুন কোচ হিসেবে দেখা যাবে দ্রাবিড়কে। তবে হতাশ হতে হবে না কুম্বলেকেও। তাঁকে নাকি বসানো হবে টিম ডিরেক্টরের আসনে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আজ এমনটাই জানানো হয়েছে।
কুম্বলের তত্ত্বাবধানে ভারত পেয়েছে একের পর এক সাফল্য। ২০১৬ সালে তারা উঠেছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে। একটানা জিতেছে টানা ছয়টি টেস্ট সিরিজ। অন্যদিকে কোচ হিসেবে দারুণ সফল রাহুল দ্রাবিড়ও। যিনি বর্তমানে পালন করছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব। দ্রাবিড়ের তত্ত্বাবধানেই ভারতের অনূর্ধ্ব-১৯ দল উঠেছিল বিশ্বকাপের ফাইনালে। জাতীয় দলের কোচ হিসেবেও তিনি ভালো করবেন, এমনটাই বিশ্বাস ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের।
গুঞ্জন সত্যি হলে আগামী এপ্রিলেই হয়তো ভারতের নতুন টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে পারেন কুম্বলে। আর তখন তাঁর ছেড়ে যাওয়া আসনে বসবেন দ্রাবিড়।