ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিতে ঢাকায় ধোনি

ভারত মাঠে লড়াই করছে অথচ মহেন্দ্র সিং ধোনি নেই। গত এক দশকে এমন দৃশ্য বিরল। ফতুল্লা টেস্টে এমন দৃশ্যই দেখা গেল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনিকে অবশ্য কয়েক দিনের মধ্যেই মাঠে দেখা যাবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে সোমবার বিকেলে ঢাকায় এসেছেন তিনি।
কলকাতা থেকে জেট এয়ারের একটি বিমানে ধোনির সঙ্গে এসেছেন সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নিও।
ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে গেছেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, করণ শর্মা, বরুণ অ্যারন ও ইশান্ত শর্মা। সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন তারা।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৪ জুন। তিনটি ম্যাচই দিবা-রাত্রির, আর তিনটিরই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
ভারতের ওয়ানডে দল :
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।