প্রস্তুতি ম্যাচে ভারতের স্বস্তির জয়
অবশেষে জয়ের দেখা পেল ভারত। গত নভেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর মঙ্গলবার প্রথম জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। অ্যাডিলেডে আফগানিস্তানকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা।
আরেক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী স্কটিশরা ১৭৯ রানের জয় পেয়েছে।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামা ভারতকে পাঁচ উইকেটে ৩৬৪ রানের ‘পাহাড়ে’ নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান রোহিত শর্মার। ১২২ বলে ১২টি চার ও ৭টি ছক্কায় ১৫০ রানের ঝড়ো ইনিংস এসেছে ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের মালিক রোহিতের ব্যাট থেকে। দলকে সাড়ে তিনশর ওপরে নিয়ে যেতে অজিঙ্কা রাহানের অপরাজিত ৮৮ ও সুরেশ রায়নার ৭৫ রানের ইনিংস দুটোরও বড় ভূমিকা।
জবাবে পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৮ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। নওরোজ মঙ্গল ৬০ এবং ওপেনার উসমান গনি ৪৪ রান করেছেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।
সিডনিতে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচে আধিপত্য ছিল স্কটিশদের। টসে জিতে ব্যাট করতে নেমে ম্যাট মাচানের ১০৩, অধিনায়ক প্রেস্টন মমসেনের ৫৬ ও রিচি বেরিংটনের ৫২ রানের সুবাদে আয়ারল্যান্ডকে ২৯৭ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড।
ব্যাট করতে নেমে লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি আইরিশরা। পেসার অ্যালাসডার ইভান্স ও অফস্পিনার মাজিদ হকের দারুণ বোলিংয়ে মাত্র ২৭ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় তারা। পাঁচ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ইভান্স। চার ওভারে ৯ রানের বিনিময়ে মাজিদের শিকার তিন উইকেট।