এবার ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় লিটন

ফতুল্লায় ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে অভিষেক হয়েছে লিটন দাসের। এবার ওয়ানডে ম্যাচে অভিষেকের অপেক্ষায় তিনি। সুযোগ পেলে সাধ্যের সেরাটুকু ঢেলে দেবেন বলে জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
সোমবার মিরপুর সেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের লিটন দাস বলেন, ‘দলে যে ভূমিকায়ই খেলার সুযোগ পাই, আমার চেষ্টা থাকবে সামর্থ্যের সেরাটা দিয়ে খেলার। যদি প্রথম একাদশে সুযোগ পাই, আশা করছি, ভালো কিছু করতে পারব।’
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই নয়, ভারতের বিপক্ষে ওয়ানডেতেও দল ভালো করবে বলে আশাবাদী এই তরুণ ব্যাটসম্যান ও উইকেটকিপার, ‘টেস্টে আমাদের কিছুটা দুর্বলতা থাকলেও ওয়ানডেতে আমরা খুবই ভালো দল। তা ছাড়া দলের খেলোয়াড়রা ভালো ফর্মে আছে। তাই ভারতের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয়।’
কিছু দিন আগে ওয়ানডেতে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজে সে ধারাবাহিকতা ধরে রাখতে চান লিটন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমরা যে ক্রিকেট খেলেছি, ভারতের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য একটি করে ম্যাচ জেতা। আশা করছি, আমরা সফল হব।’