সোনারগাঁও হোটেল পছন্দ হচ্ছে না টিম ইন্ডিয়ার!

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। এই হোটেলে পছন্দের খাবার চেয়েও নাকি পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। হোটেল থেকে বের হতেও নাকি সমস্যা হচ্ছে তাদের। তাই এই হোটেল ছেড়ে গুলশানের কোনো হোটেলে থাকতে চায় তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এ খবর দিয়েছে। তারা জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি অবগত। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) বিষয়টি জানিয়েছে। এর জবাবে বিসিবি নাকি বলেছে, গুলশানে এ মুহূর্তে ভারতীয় দলকে উচ্চমানের নিরাপত্তা দেওয়া খুবই কঠিন। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।
মূলত সমস্যা হচ্ছে, সোনারগাঁওয়ে ক্রিকেটাররা তাঁদের পছন্দমতো খাবার চেয়েও পাচ্ছেন না। তা ছাড়া খেলোয়াড়দের নাকি বিচ্ছিন্ন মনে হচ্ছে হোটেল থেকে ঠিকমতো বের হতে পারছেন না বলে। বিষয়টি নিয়ে খেলোয়াড় ও বোর্ডের কর্মকর্তারা বেশ বিরক্ত।
এ বিষয়ে কথা বলতে এনটিভি অনলাইনের পক্ষ থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে ফোন করা হলে তিনি ধরেননি। ফোনে পাওয়া যায়নি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনকেও।
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে গত ৮ জুন বাংলাদেশে আসে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে ফতুল্লায় একটি টেস্টও (১০-১৪ জুন) খেলেছে তারা। ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের তিনটি ওয়ানডে হবে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।