বিশ্বকাপ বিতর্ক নিয়ে ‘নিশ্চুপ’ ধোনি

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল নিয়ে জল কম ঘোলা হয়নি। ‘বিতর্কিত’ আম্পারিংয়ের শিকার হয়ে বাংলাদেশ হেরে যাওয়ার পর গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। ভারতের চলমান বাংলাদেশ সফরে সেই ম্যাচের প্রসঙ্গ উঠছেই। তবে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিষয়টাকে ‘অতীত’ বলে মনে করছেন। এ প্রসঙ্গে কিছু বলতে তিনি নারাজ।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে ওই ম্যাচের প্রসঙ্গ তুলে প্রশ্ন রাখা হয়েছিল ধোনির কাছে। ভারতের সফলতম অধিনায়ক অবশ্য এ নিয়ে মুখ খুলতে রাজি হলেন না, ‘বিশ্বকাপ অনেক দিন আগে শেষ হয়েছে। এতদিন পর এ নিয়ে আর আলোচনার কিছু নেই। বিষয়টা অতীত। বরং বর্তমান নিয়ে ভাবলেই ভালো।’
১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একাধিক ‘ন্যক্কারজনক’ ঘটনার জন্ম হয়েছিল। সেদিন মাঠের দুই আম্পায়ার আলীম দার ও ইয়ান গুল্ড এবং টিভি আম্পায়ার স্টিভ ডেভিসের কয়েকটি ‘বিতর্কিত’ সিদ্ধান্ত ঝড় তুলেছিল ক্রিকেট-দুনিয়ায়। সুরেশ রায়নার জোরালো এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যাওয়া দিয়ে বিতর্কের সূচনা। এরপর উরুর উচ্চতায় আসা বলে রোহিত শর্মা ক্যাচ দিলেও সেটাকে ‘নো’ ঘোষণা এবং মাহমুদউল্লাহর ক্যাচ নেওয়ার আগে শিখর ধাওয়ানের পা সীমানার দড়ি স্পর্শ করেছিল কি না, তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।
ব্যক্তিগত ৯০ রানে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া রোহিতের ১৩৭ রানের সুবাদে ওই ম্যাচে ছয় উইকেটে ৩০২ রান করেছিল ভারত। জবাবে ১৯৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ১০৯ রানে।