বাংলাদেশকে সমীহ করছেন ধোনি

বাংলাদেশ যে বদলে যাওয়া, আগের চেয়ে অনেক শক্তিশালী দল, তা স্বীকার করতে কারো দ্বিধা নেই। মহেন্দ্র সিং ধোনিও এর সঙ্গে সম্পূর্ণ একমত। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ভারতের ওয়ানডে অধিনায়কের কণ্ঠে বাংলাদেশ সম্পর্কে ভীষণ শ্রদ্ধা। তাঁর অকপট ‘স্বীকারোক্তি’, ‘জয় পাওয়া সহজ হবে না।’
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশ হয়তো কিছুটা পিছিয়ে আছে। তবে ওয়ানডেতে তারা বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। আগের চেয়ে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। তাদের দলে কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছে।’
মাশরাফির দলের জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ভারতের সফলতম অধিনায়ক বলেন, ‘প্রতিটি দলকে নিয়েই পরিকল্পনা থাকে আমাদের। বাংলাদেশও এর বাইরে নয়। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলব।’
এ সিরিজে ধোনির লক্ষ্য একটাই—জয়। এ প্রসঙ্গে ভারত অধিনায়কের বক্তব্য, ‘বাংলাদেশ ভালো দল। তবে এ সিরিজে জয় ছাড়া আর কিছুই ভাবছি না। অবশ্য বৃষ্টি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে রিজার্ভ ডে থাকায় বাড়তি সুবিধাও পাব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের দর্শকদের প্রশংসাও করলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি, ‘বাংলাদেশের মানুষ যে ক্রিকেট খুব ভালোবাসে, মাঠে নামলেই তা বোঝা যায়। তারা ক্রিকেট উপভোগ করে। বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পেছনে দর্শকের বিরাট ভূমিকা রয়েছে।’