গল টেস্টে বৃষ্টির তাণ্ডব

মাঠ নাকি পুকুর বোঝা মুশকিল। প্রবল বৃষ্টিতে মাঠে জমা পানিতে গলের বিখ্যাত দুর্গের প্রতিবিম্ব। ছবি : এএফপি
সকাল থেকে অবিরাম বৃষ্টি। যে বৃষ্টিতে গল আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠের চেহারা হয়েছে অনেকটা পুকুরের মতো! শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনে খেলা তো দূরের কথা, টসও হতে পারেনি। বুধবার স্থানীয় সময় বেলা ২টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। অবশ্য যদি বৃষ্টি না হয়। আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলবর্তী শহর গলে টেস্টের পাঁচদিনই বৃষ্টি হতে পারে।
এবারের শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।