মাহমুদউল্লাহকে ‘মিস’ করছেন মাশরাফি

গত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, তারপর দেশে ফিরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ—ওয়ানডেতে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানাচ্ছেন বিশ্বাস, বর্তমানে ওয়ানডেতে ভালো খেলা দলগুলোর কাতারে বাংলাদেশকে রাখতেই হবে। তবে বিশ্বকাপে দারুণ খেলা মাহমুদউল্লাহকে ভারতের বিপক্ষে সিরিজে না পাওয়ায় তিনি হতাশ।
গত ৪ জুন অনুশীলনে একটি ক্যাচ ধরতে গিয়ে মাহমুদউল্লাহর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটসম্যানকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহকে না পাওয়ার হতাশা লুকিয়ে রাখতে পারেননি মাশরাফি। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহর জন্য খুব খারাপ লাগছে। সে এই সিরিজে খেলতে পারবে না। সে দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। দারুণ ফর্মেও ছিল। তার মতো একজন খেলোয়াড় ভারতের বিপক্ষে ভীষণ প্রয়োজন ছিল। তাকে খুব মিস করছি।’
তবে মাহমুদউল্লাহ না থাকলেও বাংলাদেশের বর্তমান দল নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘বাংলাদেশের এই দলটা যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে আমাদের ব্যাটিং লাইনআপ দুর্দান্ত। বোলিং আক্রমণও ভালো। এই দলের পক্ষে ভারতকে হারানো সম্ভব।
গত বছরের শেষ দিক থেকেই আমরা ভালো খেলছি। ওয়ানডেতে ভালো খেলা দলগুলোর কাতারেই আমাদের রাখতে হবে।’
মাহমুদউল্লাহ যেদিন চোট পেয়েছিলেন, সেদিনই বাসের ধাক্কায় রিক্সা থেকে পড়ে দুই হাতের তালু ছিলে যায় মাশরাফির। ব্যথা পান পায়েও। তবে চোট কাটিয়ে দেশের সেরা পেসার এখন অনেকটাই সুস্থ, ‘আমি এখন অনেকটাই সেরে উঠেছি। আজও (বুধবার) ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব করেছি। ইনশাল্লাহ কাল প্রথম ওয়ানডেতে খেলতে পারব।’
আঙুলের চোটের কারণে ফতুল্লায় একমাত্র টেস্টে মুশফিকুর রহিম উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। প্রথম ওয়ানডেতে গ্লাভস হাতে মুশফিক উইকেটের পেছনে দাঁড়াবেন কি না- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এই সিদ্ধান্ত মুশফিককেই নিতে হবে। তবে আমাদের দলে কিপিং করার মতো বিকল্প খেলোয়াড় আছে।’
মাশরাফির শেষ কথার ইঙ্গিত লিটন দাসের দিকে। ফতুল্লা টেস্টে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করার পাশাপাশি ৪৫ বলে ৪৪ রানের ভালো একটা ইনিংস খেলেছিলেন লিটন।