তামিম-সৌম্যর ‘রেকর্ড’ জুটি

ওয়ানডেতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির দখলে। ১৯৯৯ সালের মার্চে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের জুটি গড়ে রেকর্ডটা নিজেদের অধিকারে রেখেছেন তাঁরা। সেই ম্যাচে অপি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতক করেও দলকে জয় এনে দিতে পারেননি।
এরপর বেশ কয়েকবার উদ্বোধনী জুটিতে ‘সেঞ্চুরি’র দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে এই অর্জন কিছুতেই ধরা দিচ্ছিল না। অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০২ রানের উদ্বোধনী জুটি গড়লেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বাদশ শতরানের উদ্বোধনী জুটি।
এর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি ছিল ৮০ রানের। ২০১০ সালে মিরপুরেই সেই জুটিতে তামিমের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। এবার তামিমের সঙ্গী আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য। অর্ধশতক করেছেন দুজনেই। তামিমের ব্যাট থেকে এসেছে ৬০ রান। সৌম্যর অবদান ৫৪। শতরানের জুটি গড়তে দুজনের ‘খরচ’ হয়েছে মাত্র ৭৯ বল।
বাংলাদেশের প্রথম শতরানের উদ্বোধনী জুটি কেনিয়ার বিপক্ষে, ভারতের হায়দ্রাবাদে। ১৯৯৮ সালের ১৬ মে অনুষ্ঠিত সেই ম্যাচে দুই ওপেনার আতহার আলী খান ও মোহাম্মদ রফিক ১৩৭ রানের জুটি গড়েছিলেন। রফিক করেছিলেন ৭৭ রান, আর আতহার ৪৭ রান।