ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে গিয়েছিল বাংলাদেশ। পেছনে ফেলেছিল ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানকে। ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৯ রানে হারিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশের ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে মাশরাফির দল এখন সপ্তম স্থানে।
প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই রেটিং ছিল ৮৮। তবে বৃহস্পতিবারের দুর্দান্ত সাফল্যে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯১।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম আটে থাকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটিতে স্বাগতিক ইংল্যান্ডসহ অংশ নিতে পারবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দল এ সুযোগ পাবে।
র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড রেটিংয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি এগিয়ে নেই। তাদের রেটিং ৯৬। প্রথম পাঁচটি স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া (১২৯), ভারত (১১৬), নিউজিল্যান্ড (১১৪), দক্ষিণ আফ্রিকা (১১২) ও শ্রীলঙ্কা (১০৬)।