আর্জেন্টিনার জন্য দানি আলভেজের প্রার্থনা!
ব্রাজিল-আর্জেন্টিনার মুখরোচক ফুটবলীয় আলোচনায় নিজেদের অর্ধেকটা সময় পার করে ফুটবল ভক্তরা। ব্রাজিল হারলে মহাখুশি হয় অর্জেন্টিনার সমর্থকরা, একই কথা ব্রাজিল সমর্থদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর্জেন্টিনার হারের জন্য তারাও অপেক্ষায় থাকে। তবে দুই দেশের ফুটবলারদের সম্পর্কটা কিন্তু একেবারে ভিন্ন। লিওনেল মেসিকে নিজের অন্যতম আদর্শ মনে করেন ব্রাজিল তারকা নেইমার। এবার বন্ধুত্বপূর্ণ ফুটবলের আরেক নিদর্শন রাখলেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা সম্পর্কে অমৃত ঝড়ল এই তারকা ফুটবলারের মুখ থেকে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনার বিশ্বকাপে ওঠাটা হুমকির মুখে। তার ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির অন্যতম সেরা ফুটবলার মেসি। গত মাসে চিলির বিপক্ষে রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। মেসির অনুপস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের হেরেছে অর্জেন্টিনা। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে এডগার্ডো বাউজার দল। সরাসরি বিশ্বকাপে উঠতে হলে পরের ম্যাচগুলোতে জিততে হবে আগুয়েরো-দিবালাদের।
বিষয়টা কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে জানে আর্জেন্টিনা। কারণ মেসিকে ছাড়া আকাশি-সাদা জার্সিধারীদের বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা রীতিমতো এভারেস্টে চড়ার মতোই।
যে যাই বলুক আর্জেন্টিনা যে বিশ্বকাপে খেলবে সে বিষয়ে সংশয় নেই ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের। ফিফাকে দেওয়া এক সাক্ষাতকারে রক্ষণভাগের এই ফুটবলার মনে করেন, মেসিকে ছাড়াও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে আর্জেন্টিনা। ফুটবলীয় ঐতিহ্যটা ধরে রাখতেই দলের বাকি ফুটবলাররা মেসির অভাবটা পূরণ করবে বলে আলভেজ মনে করছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বের সেরা একটি দল। তাদের বাদ দিয়ে বিশ্বকাপ চিন্তা করা কঠিন। দলটাতে মেসি, মাচেরানোর মতো ফুটবলার রয়েছেন। তাঁদের ঠেকান মুশকিল হবে। বর্তমানে তারা খারাপ সময় পার করছে তবে সময়মতো সেরাটা দেওয়ার ক্ষমতা আছে দলটার।’
ইতিমধ্যে বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নিজেদের পারফরম্যান্সে খুশি হলেও এখনই তৃপ্তির ঢেঁকুর তুলতে নারাজ আলভেজ।‘ভালো খেলেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছি আমরা। তবে এখনই তৃপ্ত হতে চাই না। বিশ্বকাপ জয়টাই আমাদের একমাত্র লক্ষ্য।’