সাম্পাওলিই পারেন আর্জেন্টিনাকে বাঁচাতে?
আর্জেন্টিনার ফুটবলকে ঘিরে আপাতত ভালো কোনো খবর নেই। রাশিয়া বিশ্বকাপে দলটি খেলবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে এই মূহূর্তে কঠিন সমীকরণের মুখে রয়েছে আকাশী-সাদা জার্সিধারীরা। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আবার যদি আগুয়েরো-দিবালারা পয়েন্ট হারিয়ে বসেন তাহলে অনিশ্চিত হয়ে পড়বে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। লিওনেল মেসিও নিষিদ্ধ হয়ে রয়েছেন জাতীয় দলের বাইরে। আরো তিন ম্যাচে দলের সঙ্গে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ইতিমধ্যে এদগার্দো বাউজাকে বরখাস্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন নতুন কোচের সন্ধানে রয়েছে দলটি। শোনা যাচ্ছে, সেভিয়ার কোচ সাম্পাওলির হাতেই বিধ্বস্ত দলটার দায়িত্ব সঁপে দিতে চায় আর্জেন্টিনা।
এএফএর নতুন সভাপতি ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বে প্রথম সভাতে বাউজাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বাউজার পর মেসিদের কোচ হওয়ার পথে এগিয়ে আছেন টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো ও সেভিয়া বস হোর্হে সাম্পাওলি। গত বছরের জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মার্টিনোর জায়গায় পচেত্তিনোকে কোচ হিসেবে চেয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে টটেনহামের সঙ্গে চুক্তি থাকায় সেবার রাজি হননি দেশটির সাবেক ফুটবলার পচেত্তিনো। এবার রাজি হবেন কি না সেটাও সময়ই বলে দেবে।
মেসিদের কোচের তালিকায় পরের নামটি সেভিয়ার কোচ সাম্পাওলি। সেভিয়ার সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি রয়েছে সাম্পাওলির। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে এখনও কথা বলেননি সাম্পাওলি। এর আগেই অবশ্য মেসিদের কোচ হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। নিজের দেশের প্রসঙ্গে সাম্পাওলি বলেন, ‘আর্জেন্টিনা দলে এই মূহূর্তে বিশ্বসেরা কিছু ফরোয়ার্ড রয়েছে। যা তাদের বাকি দেশগুলোর থেকে এগিয়ে রেখেছে। দলটি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতলে অবাক হব না। আর তা ছাড়া মেসির কোচ হওয়া যে কারও জন্যই অনেক সম্মানের।’
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছে, সাম্পাওলিকে কোচ করার ব্যপারে বেশ দেশটি বেশ ইতিবাচক। সূত্রটি জানায়, ‘দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল দলটাকে বদলে দিয়েছেন টিটে। আশা করছি, সাম্পাওলিও আর্জেন্টিনাকে বিশ্বকাপে পৌঁছে দেবেন। আমাদের এখন যা অবস্থা তাতে সাম্পাওলির মতো একজনই পারেন দলকে বাঁচাতে।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে বরখাস্ত হলেন এদগার্দো বাউজা। গত বছরের আগস্টে কোপা আমেরিকার পর পরই আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর আর্জেন্টিনা ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বাউজা।