পরিসংখ্যানে বাংলাদেশের ভারত-বধ

ভারতের বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ বাংলাদেশ পেয়েছিল আরো আগে। এবার প্রথমবারের মতো জিতল কোনো দ্বিপক্ষীয় সিরিজ। তিন ম্যাচের সিরিজে টানা দুটি ম্যাচ জয়ের পর বাংলাদেশের সামনে আছে হোয়াইটওয়াশের হাতছানি। সেটা হবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৪ জুন, সিরিজের তৃতীয় ওয়ানডে পর্যন্ত। তাঁর আগে দেখে নেওয়া যাক বাংলাদেশের সিরিজ জয়ের ফলে সৃষ্ট কিছু চমকপ্রদ পরিসংখ্যান।
শুরুতে অবধারিতভাবে চলে আসে বাংলাদেশের ভারত-বধের নায়ক মুস্তাফিজুর রহমানের নাম। ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে গড়েছেন ইতিহাস। অভিষেকে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এর আগে গড়েছিলেন একজনই। জিম্বাবুয়ের ব্রায়ান ভেটরি। কিন্তু ১১ উইকেট নিয়ে তাঁকেও ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন মুস্তাফিজ। এর আগে এটা করতে পেরেছেন শুধু রুবেল হোসেন ও মাশরাফি বিন মুর্তজা।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাকিব আল হাসান খেলেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম অর্ধশতক। ছুঁয়েছেন সতীর্থ তামিম ইকবালকে। দুজনেই খেলেছেন ১৪৫টি ইনিংস। ভারতের বিপক্ষে ১৩ ইনিংস খেলে সাকিব করেছেন সাতটি অর্ধশতক।
এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে তৃতীয়বারের মতো ২০০ বা তার কম রানে গুটিয়ে গেছে ভারত।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের তিনজন ব্যাটসম্যান আউট হয়েছিলেন শূন্য রানে। বাংলাদেশের বিপক্ষে এর আগে ২০০৭ সালের বিশ্বকাপেও ভারতের তিন ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।
ঘরের মাটিতে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। জিতেছে টানা ১০টি ম্যাচ। পাঁচটি জিম্বাবুয়ের বিপক্ষে, তিনটি পাকিস্তানের বিপক্ষে ও দুটি ভারতের বিপক্ষে।