জহির আব্বাস আইসিসির নতুন সভাপতি

বিশ্বকাপের পর দেশে ফিরে ক্ষোভে-দুঃখে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের পর থেকে আইসিসির সভাপতির আসনটা শূন্য ছিল। অবশেষে একজন সভাপতি খুঁজে পেয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বার্বাডোজে আইসিসির চলমান বার্ষিক সম্মেলনে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান জহির আব্বাসের নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত ১ এপ্রিল বিশ্বকাপ শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মুস্তফা কামাল। আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি বলেছিলেন, ‘যে ব্যক্তি ক্রিকেটকে ক্ষত-বিক্ষত করেছে, যার হাত ধরে ক্রিকেট কলুষিত হয়েছে, তার নাম মুখেও আনতে চাই না।’
বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হার, সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিতে প্রযুক্তি ব্যবহারে অনীহা, বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার দিতে না দেওয়াসহ বেশ কিছু কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন মুস্তফা কামাল।
সেই দায়িত্ব এসে পড়েছে ১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করা জহির আব্বাসের কাঁধে। ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলা পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এই দায়িত্ব পেয়ে আনন্দিত, ‘এক অসাধারণ খেলার নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নিযুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটা এমন এক খেলা, যা আমাদের বন্ধুত্ব, শ্রদ্ধা, স্বীকৃতি আর দেশকে সেবা করার সুযোগ এনে দিয়েছে।’