যে কারণে হঠাৎ ওয়ানডে দলে জুবায়ের

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন হঠাৎ করে দলে নেওয়া হয়েছিল লেগস্পিনার জুবায়ের হোসেনকে। একাদশে অবশ্য সুযোগ পাননি। তাহলে কেন জুবায়েরকে দলে নেওয়া? প্রশ্নটার উত্তরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন আসল কারণ।
বুধবার তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘জুবায়েরকে খেলানোর জন্য নয়, অভিজ্ঞতার জন্য দলে নেওয়া হয়েছিল। সামনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ। তার আগে অভিজ্ঞতা অর্জন এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই তাকে দলে নেওয়া হয়।’
ফতুল্লায় ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট খেললেও এ পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন জুবায়ের। মাশরাফির বিশ্বাস, হঠাৎ ওয়ানডে দলে সুযোগ পেয়ে লাভই হয়েছে এই লেগস্পিনারের, ‘এক ম্যাচের জন্য দলে এলেও জুবায়েরের এই অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালোই কাজে আসবে। আর সে কারণেই তাকে দলে নেওয়া হয়েছিল।’
আগামী ৫ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল।