শ্রীলঙ্কা সফরে ওয়াহাবের টেস্ট সিরিজ শেষ

কলম্বোতে দ্বিতীয় টেস্টে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে এমনিতেই চাপের মধ্যে পাকিস্তান। অতিথি দলের জন্য দুঃসংবাদ, চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ।
কলম্বোর পি সারা ওভালে প্রথম দিনে ব্যাট করার সময় ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার বলে বাঁ হাতে ব্যথা পেয়েছিলেন ওয়াহাব। তবে পাকিস্তান অলআউট হওয়ার পর ব্যথা নিয়েই ৯ ওভার বল করেছিলেন। কিন্তু শুক্রবার দ্বিতীয় দিন আর মাঠে নামতে পারেননি প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখা এই পেসার।
পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বৃহস্পতিবার খেলা শেষে করা এক্স-রেতে ওয়াহাবের বাঁ হাতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে। তিনি অন্তত দুই সপ্তাহ খেলতে পারবেন না।’
তাই কলম্বো টেস্ট তো বটেই, আগামী ৩ জুলাই থেকে পাল্লেকেলেতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না ওয়াহাব। পাকিস্তান এখন ১১ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়।