মেসির সংগ্রহে নেই রোনালদোর জার্সি!
তেরো বছরের ক্যারিয়ারে ১২৫টি দলের বিপক্ষে প্রায় সাতটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এই এক যুগে অসংখ্য খেলোয়াড়ের সঙ্গে পরিচয় হয়েছে আর্জেন্টাইন এই গ্রেটের। তাঁদের মধ্যে ৭০ জনকে আলাদাভাবে মনে রেখেছেন তিনি। এই ৭০ জনের জার্সি নিজের সংগ্রহে রেখেছেন তিনি। যার মধ্যে সার্জিও আগুয়েরো, লাভিজ্জি, দিদিয়ের দ্রগবা, ফ্রান্সিসকো টট্টি, ইয়া তোরে, রাউল গঞ্জালেস, থিয়েরি অঁরি থেকে শুরু করে মরক্কোর ইউসেফ আল আরাবিয়ার মতো অখ্যাত ফুটবলারও রয়েছেন। তবে সেখানে নেই মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি। শত্রুশিবির রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস, ডি মারিয়ার জার্সি রয়েছে মেসির সংগ্রহে।
সম্প্রতি মেসি তাঁর ইনস্টাগ্রামে নিজের সংগ্রহে থাকা জার্সিগুলোর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সুশোভিত একটি কক্ষে পুত্র থিয়েগোর সঙ্গে বসে আছেন বার্সেলোনার প্রাণভোমরা। চারপাশে অনেক জার্সি ঝোলানো। দেখলেই বোঝা যায়, এই জার্সিগুলো নিজের সংগ্রহে রেখেছেন মেসি। সেখানে দানি আলভেজ, লুইস সুয়ারেজ, ডেভিড লুইস, ফিলিপ লামদের জার্সি রয়েছে।
এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৬৯৭ ম্যাচ খেলে ৫৬২ গোল করেছেন লিওনেল মেসি। আগামী রোববার লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবেন মেসি। এবারের স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসির দল বার্সেলোনা। অবশ্য বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলেই বার্সার সমান পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদের।