ওয়ানডেতে থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে ওয়ানডেতেও প্রায়ই দেখা যায় রানবন্যা। বোলাররা নাজেহাল হয়ে যান ব্যাটসম্যানদের দাপটে। ওয়ানডেতে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য আনতে তাই নতুন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তুলে নেওয়া হয়েছে ব্যাটিং পাওয়ার প্লের নিয়ম। আগামী ৫ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে।
urgentPhoto
ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ের কিছু বাধ্যবাধকতাও শিথিল করেছে আইসিসি। যেমন প্রথম ১০ ওভারে ৩০ গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতা থাকবে না নতুন নিয়মে। শেষ দশ ওভারে ৩০ গজের বাইরে রাখা যাবে পাঁচজন ফিল্ডার। আগে যেটা করা যেত সর্বোচ্চ চার ওভারের ক্ষেত্রে। নতুন এই সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতির মাধ্যমে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘খুবই সফল একটা বিশ্বকাপের পর আমরা একদিনের ক্রিকেটের ফরম্যাটটা ভালোভাবে পর্যালোচনা করেছি। জনপ্রিয় এই ফরম্যাটে কোনো আমূল পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়নি। কিন্তু খেলাটাকে দর্শকদের জন্য আরো সহজ করার জন্য এবং ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনার জন্য এই পরিবর্তনগুলো আনা হয়েছে।’
একই সঙ্গে সব ধরণের নো বলের জন্য ফ্রি-হিটের নিয়ম চালু করেছে আইসিসি। আগে শুধু ‘ওভার স্টেপিংয়ের’ কারণে নো বল হলে ব্যাটসম্যানরা পেতেন ফ্রি-হিটের সুবিধা।