দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে যুব দল

ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসাধারণ সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। অগ্রজদের দারুণ সাফল্যের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ যুব দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার ভোরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে তারা।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আশাবাদী এই সফরে ভালো কিছু করতে। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের জাতীয় দল এখান যেভাবে খেলছে, বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতকে যেভাবে হারিয়েছে, তাতে আমরাও দারুণভাবে অনুপ্রাণিত। এই অনুপ্রেরণা নিয়ে খেলতে পারলে আশা করছি ভালো কিছু করতে পারব।’
কোচ মিজানুর রহমানও আশাবাদী এই দল নিয়ে ভালো কিছু করতে। তিনি বলেন, ‘প্রস্তুতিটা আমাদের বেশ ভালো হয়েছে। তাই আশা করছি দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো কিছু করতে পারব। তা ছাড়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার এই দলটিকে আমরা হারিয়েছি।’
গত এপ্রিলে বাংলাদেশ সফর করে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার দলটিকে ৬-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ যুব দল। মূলত আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখেই এই সিরিজগুলো খেলছে দুই দল।
বাংলাদেশ যুব দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসান শান্ত (সহ-অধিনায়ক), পিনাক ঘোষ, জয়রাজ শেখ, সাইফ হাসান, সাইফ উদ্দিন, শাহানূর রহমান, আবদুল হালিম, মেহেদী হাসান রানা, সঞ্জিত সাহা, রিফাত প্রধান, শাওন গাজী, প্রসেঞ্জিত দাস, মোসাব্বেক হোসেন।