ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান

প্রথম ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে পড়ে বেশ চাপের মুখেই ছিল পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলেছে ১৭১ রান। এখনো অবশ্য পিছিয়ে আছে ছয় রানে।
তৃতীয় দিনের শুরুতেই শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান দুস্মন্ত চামিরার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ৩১৫ রানে গুটিয়ে দিয়েছিলেন ইয়াসির শাহ। পাকিস্তানের এই লেগস্পিনার নিয়েছেন মোট ছয়টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল পাকিস্তান। চতুর্থ ওভারেই ওপেনার মোহাম্মদ হাফিজকে সাজঘরে পাঠিয়েছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও আজহার আলী। দিনের শেষভাগে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন ধাম্মিকা প্রসাদ। ৬৯ রান করে ফিরে গেছেন শেহজাদ। তবে ৬৪ রান করে দিনশেষে অপরাজিত আছেন আজহার। ২৩ রান করে টিকে আছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছেন ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি।