‘মেসির হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে’
ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতলেও মেসির শো কেসে নেই বিশ্বকাপ ট্রফি। বলাই বাহুল্য, এই একটি ট্রফি শো কেশে তোলার জন্য প্রাণান্ত চেষ্টাও করেছেন লিওনেল মেসি। তবে বিধিবাম, শেষ সময়ে এসে আর পেরে ওঠেনি আর্জেন্টিনা। এতে অবশ্য মেসির ব্যর্থতা ছিল না। সম্ভব সব চেষ্টাই করেছিলেন এই ফুটবল জাদুকর। মেসির অবশ্য বিশ্বকাপ জয়ের সম্ভাবনা এখনো রয়েছে। আর এবার সেটা তিনি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বার্সেলোনায় মেসির দীর্ঘদিনের সতীর্থ কার্লোস পুয়োল।
এই মুহূর্তে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের টিকিট বিক্রির উদ্বোধন করতে ভারতে রয়েছেন কার্লোস পুয়োল। মেসিকে বেড়ে উঠতে দেখেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। জানালেন, মেসির হাত ধরেই বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা। তিনি বলেন, ‘গত ১০ বছরে মেসি প্রতিদিন উন্নতি করেছে। সে ভালো করতে পেরেছে কারণ মনেপ্রাণে সেটা চেয়েছে সে। আমি আশা করছি দেশের হয়েও কোনো একটা ট্রফি জিতুক সে। বিশেষ করে বিশ্বকাপটা। তাহলেই প্রাপ্তির বৃত্তটা পূরণ করবে সে।’
মেসি সম্পর্কে আলোচনা হবে আর সেখানে ক্রিস্টিয়ানোর রোনালদো প্রসঙ্গ আসবে না এমনটা হতেই পারে না। মেসির সঙ্গে তুলনা টেনে পুয়োলের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। তবে কূটনৈতিকভাবে বিতর্কটা এড়িয়ে গেছেন স্পেনকে বিশ্বকাপ জেতানো এই নায়ক। তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে মেসি সেরা। ক্রিস্টিয়ানোও দুর্দান্ত ফুটবলার। ফুটবলভক্তদের প্রতিনিয়ত বিনোদন দিয়ে চলেছে তারা দুজন। ওদের মধ্যে দারুণ প্রতিযোগিতা আছে। আর এটাই ওদের কাছ থেকে সেরাটা বের করে আনে। আমি জানি রোনালদো দারুণ তবে মেসি ওর চেয়েও ভালো।’