বাংলাদেশের কাজ কঠিন করছে ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করার আনন্দে মেতেছিল বাংলাদেশ। কিন্তু মাশরাফিদের কাজ জটিল করে তুলেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আগস্টে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ডাকে সাড়া দিয়েছে ক্যারিবীয়ানরা। এই সিরিজের ফলে বাংলাদেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের সুযোগ থাকবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ—দুই দলের সামনেই।
সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত যে আটটি দল ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে, তারাই পেয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির টিকেট। এখন ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের রেটিং ৮৮ ও ৮৭।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে সেপ্টেম্বরের আগে কোনো ওয়ানডে খেলার সুযোগ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। সে জন্য র্যাঙ্কিংয়ের অষ্টম অবস্থানটা হারানোর ভয় তাদেরই ছিল বেশি। শেষ মুহূর্তে জিম্বাবুয়ে সফরের প্রস্তাব পেয়ে তাই রেটিং বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা হাতছাড়া করেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, পাকিস্তানও মুখিয়ে থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে ভালো নৈপুণ্য দেখিয়ে প্রথম আটের মধ্যে ঢুকে পড়ার।
বাংলাদেশ সেপ্টেম্বরের আগে খেলতে পারবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে। এর মধ্যে একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর কোনো ম্যাচ না জিতলেও আশা শেষ হয়ে যাবে না। তবে সে ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পারফরম্যান্সের দিকে।