জয় দেখছে শ্রীলঙ্কা

বৃষ্টির কারণে কলম্বো টেস্টের চতুর্থ দিনে খেলা হয়নি প্রায় ৩০ ওভার। কিন্তু এর মধ্যেই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে অলআউট করে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৭৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি অতিথিরা। ৩২৯ রানে গুটিয়ে যাওয়ার পর জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৩ রান। পঞ্চম দিনে বৃষ্টির বাধার মুখে না পড়লে হয়তো সহজ জয় তুলে নিতে পারবে স্বাগতিকরা।
২ উইকেটে ১৭১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দিনের প্রথম ১০ ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও ইউনিস খান। কিন্তু একাদশ ওভারে ইউনিসকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪০ রান করে ফিরে যান ইউনিস। এরপর প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও টেস্ট ক্যারিয়ারের নবম শতক পূর্ণ করতে পেরেছেন আজহার। ২২ রান এসেছে অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাট থেকে।
শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে চারটি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার ধাম্মিকা প্রসাদ। তিনটি উইকেট গেছে দুস্মন্ত চামিরার ঝুলিতে।
কলম্বো টেস্টে জয় পেলে তিন ম্যাচের এই টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাতে পারবে শ্রীলঙ্কা।