সমতা ফেরাল শ্রীলঙ্কা

বৃষ্টির কারণে কলম্বো টেস্টে পঞ্চম দিনের খেলা শুরু হতেও কিছুটা দেরি হয়েছিল। শেষ পর্যন্ত ব্যাট-বলের লড়াই শুরুর পর জয় তুলে নিতে খুব বেশি সময় নেয়নি শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার ব্যাটিং করে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান সংগ্রহ করে ফেলেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। সাত উইকেটের এই জয় দিয়ে টেস্ট সিরিজেও সমতা ফিরিয়েছে ১-১ ব্যবধানে।
১৫৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম আট ওভারের মধ্যেই হারিয়েছিল ওপেনার কিথুরুয়ান ভিথানাগে ও কুমার সাঙ্গাকারার উইকেট। ১২১ রানের মাথায় আউট হয়েছিলেন ৫০ রান করা দিমুথ করুনারত্নেও। তবে বাকি কাজটা নির্বিঘ্নেই সেরে ফেলেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। ৪৩ রান করে অপরাজিত ছিলেন ম্যাথিউস। থিরিমান্নের ব্যাট থেকে এসেছে ২০ রান।
দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট শিকার ও প্রথম ইনিংসে ৩৫ রান করে ম্যাচসেরা হয়েছেন ধাম্মিকা প্রসাদ।
৩ জুলাই থেকে পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।