জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না রবি শাস্ত্রী

ডানকান ফ্লেচারের বিদায়ের পর নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর রবি শাস্ত্রীই সামলেছিলেন অনেক কিছু। কিন্তু জিম্বাবুয়ে সফরে তাঁকেও সঙ্গে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না বলেই জানিয়েছেন শাস্ত্রী।
অ্যাশেজ সিরিজের জন্য স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল শাস্ত্রী। সে জন্যই তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না বলে জানিয়েছে বিসিসিআইয়ের সূত্র। তবে আগস্টে শ্রীলঙ্কা সফরের সময় শাস্ত্রী দলের সঙ্গেই থাকবেন বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের অনেক তারকা ক্রিকেটারকেও। অজিঙ্কা রাহানের নেতৃত্বে দ্বিতীয় সারির একটা দলই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে।
প্রধান কোচ না থাকায় জিম্বাবুয়েতে ভারতীয় দল থাকবে তিন সহকারী কোচ বি অরুণ, সঞ্জয় ভাঙ্গার ও আর শ্রীধরের তত্ত্বাবধানে।