বাংলাদেশের স্পিন নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

স্পিন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দুর্বলতার কথা কারো অজানা নয়। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও সে কথা ভালোভাবে জানে। তাই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ দলে স্পিনারদের ছড়াছড়ি। স্বাগতিকদের স্পিন আক্রমণ নিয়ে যে তাঁরা কতটা সতর্ক, সেটা জানাতে ভুললেন না দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ডুমিনি বলেন, ‘এশিয়ার দলগুলোর স্পিন-নির্ভরতার কথা সবাই জানে। তাই উপমহাদেশ সফরে স্পিন আক্রমণের বিপক্ষে খেলতে আমরা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি। অনেকগুলো বিষয় আমরা রপ্তও করেছি। বাংলাদেশের বিপক্ষে সেই জ্ঞানই কাজে লাগাতে চাই।’
পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবারের বাংলাদেশ সফরে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘যে কোনো দলের বিপক্ষে মাঠে নামার আগে গেমপ্ল্যান খুব জরুরি। বাংলাদেশের স্পিনের বিপক্ষে খেলার জন্যও আমাদের আলাদা পরিকল্পনা নিতে হবে। তেমন পরিকল্পনা আমাদের আছেও। সে অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাব বলেই আমার বিশ্বাস।’
শুধু স্পিন নয়, বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করলেন ডুমিনি, ‘বাংলাদেশের স্পিন আক্রমণ সব সময়ই ভালো। এখন তাদের পেস আক্রমণও অনেক উন্নতি করেছে। আমাদের কাজ হবে প্রতিটি বোলারকে বোঝা এবং সেই অনুযায়ী খেলা। তাহলেই সব কিছু সহজ হয়ে যাবে।’
স্পিন বলের সামনে ডুমিনি নিজেকে মূল্যায়ন করলেন এভাবে, ‘স্পিনের বিপক্ষে খেলতে আমার তেমন সমস্যা হয় না। বলতে পারেন আমি স্পিন বল ভালোই খেলি। তবে আমার একার ভালো খেলা বড় কথা নয়। দলের সবার ভালো খেলাই আসল কথা।’