উইকেটরক্ষক মুশফিকের পাশে মাশরাফি

ব্যক্তিগত ১৮ রানে একটা ‘জীবন’ পেয়েছিলেন ফাফ ডু প্লেসি। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিন্তু মুশফিকুর রহিম ঝাঁপিয়ে পড়েও ক্যাচটা ধরতে পারেননি। সুযোগটা কাজে লাগিয়ে ৭৯ রানে অপরাজিত থেকে দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন ডু প্লেসি। সেজন্য অনেকেই মুশফিককে দুষছেন। তবে দলের উইকেটরক্ষকের ওপরে যথেষ্ট আস্থা মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, মুশফিক এখনো দলের সেরা উইকেটরক্ষক।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে মুশফিকের তেমন কোনো ত্রুটি আমার চোখে পড়েনি। যে ক্যাচ নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা খুবই কঠিন ছিল। বলা যায় প্রায় অসম্ভব ক্যাচ।’
উইকেটরক্ষণ নিয়ে সমালোচনা হলেও মুশফিকের পাশেই আছেন বাংলাদেশ অধিনায়ক, ‘যে যা-ই বলুক না কেন, মুশফিকই আমাদের সময়ের সেরা উইকেটকিপার। তার বিকল্প তৈরি হতে অনেক সময় লাগবে। কিছু ভুল-ত্রুটি হতে পারে। এটা খেলারই অংশ। একটা ম্যাচে অনেক ভুল-ত্রুটি হয়। আমি মনে করি না একটা ক্যাচ মিস আমাদের হারের কারণ হতে পারে।’
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে একটি ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেটরক্ষণের দায়িত্বে ছিলেন লিটস দাস। ‘টিম ইন্ডিয়া’র বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটের পেছনে আবার মুশফিককে দেখা গেলেও শেষ দুই ওয়ানডেতে লিটনের হাতে গ্লাভস তুলে দেওয়া হয়। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুতেই উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গেল মুশফিককে।