টেস্টেও অধিনায়ক হচ্ছেন সরফরাজ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেশকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতিয়েছেন সরফরাজ আহমেদ। ২০০৯ সালের পর এই প্রথম বৈশ্বিক কোনো শিরোপা জিতল দেশটি। পাক ক্রিকেট বোর্ডও তাই দারুণ খুশি সরফরাজের ওপর। এবার টেস্টেও তাঁর হাতেই দলটির দায়িত্বভার অর্পণ করতে চায় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এমনটিই জানিয়েছেন।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট থেকে অবসর নিয়েছেন মিসবাহ-উল-হক। এর পর থেকেই নতুন নেতৃত্বের সন্ধানে ছিল পাকিস্তান। শোয়েব মালিক, আজহার আলি, মোহাম্মদ হাফিজসহ আরো বেশ কয়েকটি নাম ছিল অধিনায়কের তালিকায়। তবে সরফরাজের নামটিই বেশি উচ্চারিত হচ্ছিল। কারণ, ফর্ম ও অধিনায়কত্বের রেকর্ড এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পক্ষেই কথা বলছে।
পিসিবির সেই কর্মকর্তার মতে, বোর্ডের পক্ষ থেকে সরফরাজকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা দেবেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান ও বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নাজান শেঠি। পিসিবির চেয়ারম্যান এখন লন্ডনে রয়েছেন। দেশে ফিরলেই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করবেন তিনি।
এর আগে ২০১০ সালে টেস্টের অধিনায়কত্ব নিজের ঘাড়ে নেন মিসবাহ-উল-হক। এরপর সাত বছরে ৪৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ২৪টিতে দলকে জেতান তিনি। এর আগে ছয় বছরে অন্য অধিনায়কের নেতৃত্বে ৪৮ টেস্টে মাত্র ১২টিতে জয় পায় পাকিস্তান।
অধিনায়ক হিসেবে সরফরাজও দারুণ সফল। ওয়ানডেতে এ পর্যন্ত নয় ম্যাচে নেতৃত্ব দিয়ে সাতটিতেই দলকে জিতিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁর অধীনে আট ম্যাচের সাতটিতেই জিতেছে পাকিস্তান।