পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সরফরাজ

শহীদ আফ্রিদি যে আর অধিনায়ক থাকছেন না, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিষয়টি অনুমেয় ছিল। অবশ্য শেষ পর্যন্ত নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। তাই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা-কল্পনা।
নতুন অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক কয়েকজন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শেষ পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকেই।
পিসিবির প্রধান শাহরিয়ার খান আজ মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘আজ সকালে (মঙ্গলবার) আমি সরফরাজের সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়ে দিয়েছি, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সে।’
সরফরাজ এখন পাকিস্তান ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটের অধিনায়ক আজহার আলী।
২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮ বছর বয়সী ব্যাটসম্যান ২৯১ রান করেছেন। যাতে দুটি হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর সর্বোচ্চ ইনিংস ৭৬ রানের। ২০১৪ সালের ডিসেম্বরে দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।
আফ্রিদি গত রোববার টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। অবশ্য খেলা থেকে এখনো তিনি অবসরে যাননি। আরো কিছুদিন ২০ ওভারের ক্রিকেট খেলে যাওয়ার কথা বলেছেন তিনি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার টেন থেকে বিদায় নিয়েছে। তাই তাঁর অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় ওঠে।