রবি শাস্ত্রীর আকাশছোঁয়া বেতন

অনেক নাটকের পর শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রবি শাস্ত্রী। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই শুরু হবে তাঁর কার্যক্রম। নতুন দায়িত্বে সাবেক এই অলরাউন্ডার কত টাকা বেতন পাচ্ছেন, তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নতুন চুক্তিতে মোটা অঙ্কের বেতন পাবেন শাস্ত্রী।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বছরে প্রায় সাড়ে সাত কোটি রুপি বেতন পাবেন শাস্ত্রী। এর আগে ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকার সময়ও এই টাকা বেতন পেতেন তিনি। এ ছাড়া দলের অন্য কোচিং স্টাফদের বেতন দুই কোটি রুপির বেশি।
শাস্ত্রী ভারতের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হলেও অন্য কোচিং স্টাফদের নাম এখনো ঠিক হয়নি। পরামর্শক হিসেবে ভারতীয় ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের নিয়োগ প্রায় নিশ্চিত। তিনি প্রথম বছরে বেতন পাবেন সাড়ে চার কোটি এবং দ্বিতীয় বছরে পাঁচ কোটি রুপি। এ ছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে অতিরিক্ত অর্থ পাবেন তিনি।
অবশ্য বোলিং পরামর্শক হিসেবে জহির খানের নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। তাই তাঁর বেতন এখনো ঠিক হয়নি। শচীন-সৌরভ-লক্ষণের নেতৃত্বে কমিটি বোলিং কোচ হিসেবে জহিরের নাম প্রস্তাব করেছিল।